সদরপুরে ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে জেল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, ১৪:২৪| আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৪:২৮
অ- অ+

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধ অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

আটককৃতরা হলেন– শেখ রিপন (৩০) ও মুজিবর ফকির (৫০)। রিপনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার মধ্য বাবুরচর গ্রামে এবং মুজিবরের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চরবলাশিয়া গ্রামে।

এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে নৌকা ও ৪৫০ মিটার জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় ইলিশ শিকার, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেছেন। মা ইলিশ রক্ষায় যতদিন নিষেধাজ্ঞা চলবে ততদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।

(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা