বিদ্যমান সংবিধান একটি অবৈধ সংবিধান: জাতীয় মুক্তি কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৭
অ- অ+

বিদ্যমান সংবিধান একটি অবৈধ সংবিধান বলে মন্তব্য করে এই সংবিধান বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

ফয়জুল হাকিম বলেন, জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সাথে আমরা সংলাপে বসেছিলাম। আমরা সুস্পষ্টভাবে সরকারকে বলেছি ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে ফ্যাসিবাদের দোসরদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা পরিস্কারভাবে বলেছি, প্রশ্ন তুলেছি যে কীভাবে এরা পালিয়ে গেলো? আমরা প্রশ্ন তুলেছি যারা এই ছাত্র শ্রমিকের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে এবং আবাসন চিকিৎসার ব্যবস্থা করততে হবে।

জনগণের হাতে ক্ষমতা আনার জন্য জনগণের সরকার এবং সংবিধান প্রতিষ্ঠার জন্য এখানে সংবিধান সভার একটা নির্বাচন করতে হবে। কারণ আমরা মনে করি বিদ্যমান সংবিধান জনগণের গণতান্ত্রিক সংবিধান না। এটা একটা অবৈধ সংবিধান।

আমরা বলেছি আজকে বাজারি শোসনে জনগণের জীবন দিশেহারা। সুতরাং সিন্ডিকেট এখানে ভেঙে দিতে হবে এবং বাজারের দর নিয়ন্ত্রণের জন্য পূর্ণ রেশনিং চালু করতে হবে। প্রয়োজনীয় বাজেট থেকে টাকা কেটে এখানে নিয়ে আসতে হবে। যাতে দরিদ্র ও সাধারণ মানুষকে আজকে রেশনিংয়ের মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা পরিস্কারভাবে বলেছি ছাত্র শ্রমিক জনতার এই গণ অভ্যুত্থানে ব্যর্থ হতে দেয়া যাবে না।

তিনি বলেন, আপনারা জানেন ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে। এটা বন্ধ করতে হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলো এই অপপ্রচারের ঊর্ধ্বে যেন তারা কাজ করে সেখানে।

আমরা দাবি তুলেছি বন্ধকৃত ২৫টি চিনিকল খুলে দিতে হবে চালু করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের উপযুক্ত মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে গত ১৬ বছরে যে ইউআরসি চালু করা হয়েছে সরকারি হাসপাতালে বসে সরকারি ডাক্তাররা প্রাইভেট প্র্যাক্টিস করবে এটা হতে দেয়া যাবে না। এখানে শিক্ষার কমিশন করতে হবে, ভূমি সংস্কার কমিশন করতে হবে, শিক্ষা কমিশন গঠনের দাবি তুলেছি। বাংলাদেশের সকল প্রকার জাতির জন্য জাতিসত্তা কমিশন গঠনের দাবি জানিয়েছি। সাম্প্রতিককালে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের দিঘীনালায় যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। পার্বত্য অঞ্চলে অপারেশন উত্তরণ বাতিল করতে হবে। এই দাবিগুলো আমরা সেখানে তুলেছি। এই দেশে জনগণের হাতে ক্ষমতা আনার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নকে কেন্দ্র করে যত কালা কানুন আছে সেই কালা কানুনগুলো বাতিল করতে হবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এমআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা