৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১৩:১৮
অ- অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে ভারত। তবে দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। রোহিত-কোহলির পঞ্চাশোর্ধ রানের ইনিংসের পর সরফরাজ খানের ১৫০ রানের স্মরণীয় এক ইনিংস আর রিষভ পান্তের ৯৯ রানের সুবাদে লিডের দেখাও পেয়েছিল ভারত। তবে সংগ্রহ খুব বেশি এগিয়ে নিতে পারেনি দলটি, ৪৬২ রানে অল আউট হলে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের।

ভারতের দেওয়া এই লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল রানের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড। আজ শেষ দিনে ভেজা মাঠের কারণে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচ, এরপর দুই ওপেনার সাজঘরে ফিরলেও জয়ের দেখা পেতে বেগ পেতে হয়নি কিউইদের। উইল ইয়াং-রাচীন রবীন্দ্রের ৭৫ রানের জুটির সুবাদে ৮ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে সফরকারীরা।

ভারতের মাটিতে এর আগে নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট ম্যাচ জয়ের নজির ছিল ১৯৮৮ সালে। সফরকারী হয়ে আরেকটি জয় পেতে তাদের ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে। যা ভারতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়। যদিও রোহিত-কোহলিদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের সুখস্মৃতি আছে কিউইদের। ভারতের স্বপ্নভঙ্গ করে ২০২১ সালে ফরম্যাটটির প্রথম বিশ্বআসরে কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড শিরোপা জিতেছিল।

ভারতের মাটিতে সাদা পোশাকে নিউজিল্যান্ড প্রথম জিতেছিল ১৯৬৯ সালে, নাগপুরে। ৩ যুগ পর ফের ভারতকে হারানোর ম্যাচে কিউইদের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। তার আগ্রাসী মেজাজে করা সেই সেঞ্চুরির সুবাদেই প্রথম ইনিংসে লিড বাড়িয়ে নিতে পেরেছিল কিউইরা। দ্বিতীয় ইনিংসেও দলকে জেতাতে ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি।

আজ শেষদিনের খেলা শুরুর পর বল হাতে বেশ ভালো করছিলেন ভারতীয় পেসাররা। মোহাম্মদ সিরাজ-জস্প্রীত বুমরাদের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল কিউই ওপেনারদের। অধিনায়ক টম ল্যাথাম তো ফিরে যান রানের খাতা খোলার আগেই, বুমরার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ব্যক্তিগত ০ রানে ফিরেন তিনি। এরপর ইয়াংকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে।

ইয়াং-কনওয়ে জুটি স্কোরবোর্ডে তুলে আরও ৩৫ রান। তবে কনওয়েকে ইনিংস বড় করতে দেননি বুমরা, তাকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেও আউট করেন ভারতীয় এই পেসার। তবে ৩৫ রানে দুই ওপেনারকে হারালেও কিউইদের জয়ের পথ দেখিয়েছে ইয়াং-রবীন্দ্র জুটি। দুজন মিলে ভারতীয় বোলারদের সামলে ৭৫ রানের অপরাজিত জুটি গড়ে সহজেই জয় তুলে নিয়েছেন। ইয়াং ও রবীন্দ্র অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৮ এবং ৩৯ রানে।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা