এখন থেকে ফেসবুকে প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব: শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১৪:০৯| আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪:২৮
অ- অ+

কোটাকে কেন্দ্র করে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান। অনেক ক্রিকেটার ছাত্রদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সরব হলেও পাশে ছিলেন না সাকিব। ওই সময়ে পরিবার নিয়ে কানাডায় অবকাশ যাপনে ছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার। তার স্ট্যাটাস না দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এই ইস্যুকে কেন্দ্র করে এখনো চলছে তুলকালাম।

আর মাত্র একদিন পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তবে টেস্টকে ছাপিয়ে এখন আলোচনায় সাকিব। নিজের বিদায়ী টেস্টে ঘরের মাঠে খেলতে চেয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ।

কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় চিত্র পাল্টে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর আগে সাকিবকে নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে-বিপক্ষেই বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। এবার সাকিব ইস্যুতে কথা বললেন সতীর্থ ক্রিকেটার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের ঘটনায় শিক্ষা নিয়ে প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতে চান তিনি!

রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলা হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন অধিনায়ক শান্তসহ প্রায় সব ক্রিকেটার। কিন্তু এখন যখন নিরাপত্তার কারণে সাকিব দেশে ফিরতে পারছেন না, তখন তাদের নীরবতা কেন? এটা কি ভয় থেকে?

উত্তরে শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না (ভয়ের কারণে ফেসবুকে পোস্ট দেননি কিনা) । আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। ’

‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব (হাসি)। ’

মিরপুরে সাকিবকে বিদায় দিতে নানান পরিকল্পনা করেছিলেন তার সতীর্থরা। শান্ত জানান এসব পরিকল্পনা পেন্ডিং রয়ে যাচ্ছে, ‘অবশ্যই পরিকল্পনা ছিল আমাদের। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় (সাকিব)। শুধু বাংলাদেশ বলব না। খুবই দুর্ভাগ্যজনক যেকোনো কারণেই হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে এটা পেন্ডিং থেকেই গেল।’

দেশের মাটিতে সাকিবের বিদায় না নিতে পারা নিয়ে শান্ত বলেন, ‘কীভাবে দেখছি আসলে...যেটা বললাম দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। যেটা হওয়া উচিত ছিল। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগুতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

এই সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে শুরুতে থাকলেও পরে সাকিবকে বাদ দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই সব বিভাগে দলের জন্য বড় ভরসার নাম ছিলেন তিনি। এখন তার অনুপুস্থিতিতে কম্বিনেশন খুঁজতে কতটা সমস্যায় পড়ছে বাংলাদেশ?

শান্ত বলেন, ‘অবশ্যই এখন সমস্যা হচ্ছে কম্বিনেশন মিলাতে। এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে নেই। এটা আমাদেরকে সেভাবেই ম্যানেজ করতে হবে। যে খেলোয়াড়রা আছে, আমার মনে হয় ওই সক্ষমতাটা আছে যে, যার যে জায়গা থেকে ভূমিকা রাখবে। আমি আশা করবো যে খেলোয়াড় আসবে তার জায়গা থেকে সে একশ ভাগ দেবে। ’

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা