মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ কলেজছাত্রের

শিবচর (মদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ১৭:৫৬
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক ছাত্র।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের গোবিন্দ্র শীলের ছেলে পার্থ শীল (২০) ও একই উপজেলার পাচ্চর গ্রামের পান্ডব দাসের ছেলে অয়ন দাস (২০)।

আহত ছাত্র হলেন একই উপজেলার পাচ্চর গ্রামের সীমান্ত (২১)। এরা তিনজন এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

ওসি জানান, তিন বন্ধু ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বন্দরখোলা এলাকায় আসলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানের যাত্রী ছাউনির দেয়ালের সাথে সংঘর্ষ লাগে। মুহূর্তেই মোটসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।

(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা