প্রাণ-আরএফএলের বিক্রয় প্রতিনিধি জসিম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ২২:৩৫
অ- অ+

প্রাণ-আরএফএলের গুলশান-১, ২, বনানী ও মহাখালী এলাকার বিক্রয় প্রতিনিধি (এসআর) জসিম উদ্দীন হাওলাদার সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তার কর্মস্থল, গোডাউনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে বনানী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন নিখোঁজ জসিম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে নিখোঁজ হন জসিম উদ্দীন।

মঙ্গলবার বিকালে জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী জসিম উদ্দীন প্রাণ-আরএফএলে এসআর হিসেবে কাজ করতেন। তার এরিয়া গুলশান-১, ২, বনানী, নিকেতন, মহাখালী। সোমবার দুপুরে খাবারের সময় তিনি জানান, যে গুলশান-২ এ ছিলেন। দুপুরের খাবারের সময় দ্রুততার সঙ্গে তিনি গোডাউনে যান। বিকাল তিনটার দিকে, তখন হয় তো দশ মিনিটের মতো ছিলেন বাসায়।’

‘তাড়াহুড়ো করে বের হয়ে গোডাউনে যান জসিম উদ্দীন। সাড়ে চারটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। স্থানীয় ও আশেপাশের দোকানিরা জানান, মাগরিবের কিছু সময় আগে গোডাউন থেকে বের হয়ে যান তিনি। এরপর আমি রাত আটটার দিকে ফোন করি। তখন থেকে ফোন বন্ধ পাচ্ছি। অনলাইনে, অফলাইনে তাকে পাচ্ছি না।’ বলেন জান্নাতুল ফেরদৌস।

তিনি জানান, এর আগে কখনোই এমন হয়নি। সব সময় রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকেই বাসায় ফিরতেন।

নিখোঁজ জসিম উদ্দীনের স্বজনেরা জানান, ইতোমধ্যে কুর্মিটোলা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা