ফরিদপুরের সাবেক এমপি লাবু চৌধুরীর নামে আরও এক হত্যা মামলা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৮| আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:৪৯
অ- অ+

ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর নামে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। ১১ বছর আগের এ হত্যা মামলায় মোট আসামি স্থানীয় আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মী।

২০১৩ সালের ২৩ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ শেখ (১৯)। সেই হত্যাকাণ্ডের ১১ বছর পর পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলী আদালতে নিহতের মা ও উপজেলার মিনারগ্রামের বাসিন্দা ছালেহা বেগম ছলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে লাবু চৌধুরীকে। এ ছাড়া সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও নগরকান্দা উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী শাহজামান বাবুলসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনসহ মোট ৭৭ জনকে আসামি করা হয়েছে।

এদিন রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী একেএম হাবিুবুর রহমান হাফিজ। তিনি বলেন, সকালে (মঙ্গলবার) মামলার জন্য আবেদন করা হলে তা বিকাল চারটায় আদালত গ্রহণ করেন এবং মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তৎকালীন সময়ে বিএনপির শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে আসামিরা। এ সময় মারুফ শেখের বুকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে কামরুজ্জামান মিঠু নামে ২ নম্বর আসামি। ভিকিটিম ঘটনাস্থলেই মারা যায়। এতে নির্দেশ দেন লাবু চৌধুরী ও দেলো ফকির। তাদের হামলায় সাইফ মুন্সি নামে আরও একজন গুরুত্বর আহত হয়ে পুঙ্গুত্ববরণ করেন।

ছালেহা বেগম এজাহারে আরও উল্লেখ করেন, ছেলের হত্যার পর থানায় গেলে পুলিশ মামলা নেয়নি এবং জানায়, এ ঘটনায় পুলিশ মামলা করেছে, আর কোনো মামলা হবে না। এরপর অনেকবার থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বরও আদালতে একটি মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে সেই মামলার আসামি তালিকা নিয়ে সমালোচনা হয়। তাতে তৎকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত না থেকেও এবং বিদেশে অবস্থান করা ব্যক্তিদেরও আসামি করা হয়।

পরে বিষয়টি নিয়ে সমালোচনা প্রকট হলে মামলাটি প্রত্যাহার করে নিয়ে নতুন করে এ মামলা করা হয় বলে বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন।

এর আগে লাবু চৌধুরীর নামে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা