দোহার-নবাবগঞ্জের সব চক্ষুরোগী চিকিৎসা পাবেন: আবু আশফাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ২১:৪০| আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২২:০০
অ- অ+

আগামীতে দোহার-নবাবগঞ্জে কোনো অন্ধত্ব রোগী থাকবেনা, সব চক্ষুরোগী চিকিৎসা পাবেন বলে ঘোষণা দিয়েছেন লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিল চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক।

শনিবার ঢাকার দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মসূচিতে প্রায় এক হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, চশমা ও ওষুধ প্রদান করা হয়।

আবু আশফাক আরও বলেন, যারা চোখে দেখার সক্ষমতা হারিয়েছেন তাদের জন্য এই সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া যে সকল রোগীদের চোখে ছানী অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বকস্, জেলা গভর্নর সামসুল আলম, গ্লোবাল কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ্জামান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদ খন্দকার, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমসহ লায়ন্স ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা