ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:৩৭| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:৪০
অ- অ+

ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রবিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে যুবদলের এই কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইছা। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম।

এসময় বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান, মেডিকেল কলেজের রেজিস্টার ডাক্তার মিজানুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সাধারণ মানুষের জন্য কাজ করছে। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তারা বলেন, বিগত দিনে জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশ সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতা মাঠে নেমেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল।

তারা আরও বলেন, গৌরব-সংগ্রাম-ঐতিহ্য ও সাফল্যের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাধারণ মানুষের স্বার্থ ফ্রি মেডিকেল ক্যাম্প করায় আমরা আনন্দিত।

এরপর ফ্রি হেল্প ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে এসে উপস্থিত হয়।

(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা