ঢাবি ছাত্রলীগের ২২ নেত্রীসহ ২২০ জনের নামে শাহবাগ থানায় মামলার আবেদন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ২১:৩৬| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২১:৪৬
অ- অ+

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২০ জনের নাম উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় মামলার আবেদন হয়েছে। মামলায় ঢাবি ছাত্রলীগের ২২ নেত্রীর নামও রয়েছে।

রবিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসাইন এই মামলার আবেদন দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানা সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, আবেদনটি মামলা হিসেবে রেকর্ডের কাজ প্রক্রিয়াধীন।

বাদী আরমান হোসাইন জানান, গত ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

তিনি বলেন, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা