১৫ কোটির জাল স্ট্যাম্পসহ ৪ জন গ্রেপ্তার, ৪০ লাখের সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:০৫| আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:১৩
অ- অ+

রাজধানীতে ১৪ কোটি ৭৬ লাখ টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি’সহ এসব জিনিস তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির প্রায় ৪০ লাখ টাকার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোছা. হাজেরা বেগম, জাহাঙ্গীর আলম জীবন, মো. আলিম শেখ ও মো. মাসুদ রানা।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল চক্রটি। তৈরিকৃত এসব জিনিসপত্র বিভিন্ন আর্থিক, শিল্প প্রতিষ্ঠান ও স্ট্যাম্প ভেন্ডারে বিক্রি করতো তারা।’

তালেবুর রহমান জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার হওয়া আলিম শেখের দেওয়া তথ্য অনুযায়ী বিজয় স্বরণী, মিরপুর, সাভারের কয়েকটি প্রিন্টিং প্রেসে অভিযান চালায় ডিবি। এতে প্রায় ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি-সহ চক্রের মূলহোতা মোছা. হাজেরা বেগম, জাহাঙ্গীর আলম জীবন ও মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারকালে তাদের হেফাজতে থাকা, ১০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকা মূল্যের ৩৩ লাখ ৭৫ হাজার ৫০০টি স্ট্যাম্প আমরা জব্দ করেছি। যার মূল্য প্রায় ১৪ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া জাল স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৪০ লাখ টাকা মূল্যের সরঞ্জাম আমরা উদ্ধার করেছি।’

তালেবুর রহমান আরও জানান, ‘চক্রটি নানা কৌশলে স্ট্যাম্পগুলো তৈরি করতো। প্রথমে কাগজ সংগ্রহ করে, এরপর সেগুলো বিশেষ ক্যামিলের মাধ্যমে স্ট্যাম্প ও কোর্ট ফি’র ছাপানোর কাজটি করে।’

ডিএমপির মিডিয়া শাখার ডিসি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক। যিনি গ্রেপ্তারকৃত হাজেরা বেগমের স্বামী। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

চক্রে কতজন জড়িত জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যাটি এখনো বের করা সম্ভব হয়নি, তদন্তাধীন রয়েছে। তবে এর সঙ্গে অনেকে জড়িত। কেউ বাজারজাতকরণের কাজে, কেউ কুরিয়ার সার্ভিস বা স্বশরীরে ভেন্ডারদের নকল স্ট্যাম্প পৌঁছে দিত। বিভিন্ন ক্ষেত্রে এই কাজে যাদের অবদান বা সংশ্লিষ্টতা আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা