নূরুন নেওয়াজ এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৪৭
অ- অ+

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় মো. নূরুন নেওয়াজকে সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম দেশের একজন বিশিষ্ট শিল্পপতি শিল্প উদ্যোক্তা। তিনি দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা গ্রী-এর উৎপাদন বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লি. এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লি.-এর চেয়ারম্যান।

এছাড়া, তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লি.-এর সাবেক চেয়ারম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. নূরুন নেওয়াজ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একজন সিআইপি। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য এবং ঢাকা ক্লাব লি., গুলশান ক্লাব লি. এবং পূর্বাচল ক্লাব লি., ঢাকার সদস্য। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। ছাড়াও, তিনি ফেনীতে বহু শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা