বিদেশ পাঠানোর নামে কুষ্টিয়ায় কোটি টাকা আত্মসাৎ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ২১:১০
অ- অ+

বিদেশ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার মিরপুরের আবু তালেব নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের খয়ের মন্ডলের ছেলে। কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের পাশে ভাড়া বাসায় থাকেন তিনি।

মিরপুর থানাধীন তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামে এক সংবাদ সম্মেলনে এসব ত্যথ জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আবু তালেব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরির কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অনেকেই জমিজমা, স্বর্ণালংকার, গরু-বাছুর বিক্রি করে আবু তালেবের হাতে টাকা তুলে দেন। কিন্তু দীর্ঘদিনেও তাদের স্বপ্ন পূরণ হয়নি।

আবু তালেব নানা টালবাহানায় কালক্ষেপণ করতে থাকেন। বছর বছর ঘুরে ভুক্তভোগীরা তার কাছে টাকা ফেরত চাইলে তিনি তারিখের পর তারিখ দিয়ে তাদের হয়রানি করেন।

সরেজমিনে জানা গেছে, বিদেশে পাঠানোর জন্য উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের আজিজুলের ছেলের কাছ থেকে লাখ টাকা নেন আবু তালেব। একই গ্রামের জামিরুলের কাছ থেকে নেন সাড়ে চার লাখ টাকা। বহলবাড়ীয়া গ্রামের শরিফুল ইসলামের কাছ থেকে আড়াই লাখ টাকা, বহলবাড়ীয়া গ্রামের কুদ্দুসের ছেলে সুমনের কাছ থেকে তিন লাখ টাকা, একই গ্রামের আজিজুলের কাছ থেকে নেন তিন লাখ টাকা। আর চারুলিয়া গ্রামের আনিচ মালিথার ছেলে রঞ্জু আহমেদ ১০ লক্ষ টাকা দেন আবু তালেবকে।

আবু তালেবের কাছে টাকা ফেরত চাইতে গেলে জীবননাশের হুমকি দেন অভিযোগ করে একজন ভুক্তভোগী বলেন, তাই তিনি নিরাপত্তার জন্য মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং ৭৩৪ তারিখ ১৭/১০/২৪)।

দুই মাসের মধ্যে বিদেশে নেয়ার কথা থাকলেও দুই বছরেও কেউ যেতে পারেননি বিদেশে। এতে তাদের মধ্যে বিরাজ করছে হতাশা। এমন শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উধাও আবু তালেব। স্থানীয়ভাবে একবার বিষয়টি নিয়ে সালিশ বসেছিল। সেখানেই প্রতারণার শিকার শতাধিক যুবকের অভিযোগ উঠেছিল।

বিষয়ে তার বক্তব্য জানতে আবু তালেবের মুঠোফোনে একাধিকবার যোগাযাগ করলেও তিনি সাড়া দেননি।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: চীনা রাষ্ট্রদূত
বেইলি রোডে ৩৪ কোটি দামের কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদসহ ৪ জন আটক
দেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার, দেশের ইতিহাসে সর্বোচ্চ
স্বৈরাচারের আঁচলে আশ্রয় নেওয়াদের রক্ষাকবচের দায়িত্বে অন্তর্বর্তী সরকার: ১২ দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা