গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৩১| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৮
অ- অ+

গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার দখলে রাখা ও দখলে নেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, একটি পক্ষ দলবল নিয়ে মার্কেট দখলের চেষ্টা করেছেন। অন্য পক্ষ তা অস্বীকার করে বলছে, আওয়ামী শাসনামলের জবরদস্তিকারীরা মার্কেটটি নিজেদের দখলে রেখেছে।

ট্রেড সেন্টারটির বর্তমান কমিটির কর্মকর্তারা অভিযোগ করেন, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার খন্দকার আব্দুর রবের নেতৃত্বে কিছু লোক মার্কেট দখল করতে যান। তবে দোকান মালিক ব্যবসায়ীদের বাধার মুখে পিছু হটে যায় তারা।

জানা গেছে, খন্দকার আব্দুর রব রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের ঢাকা বিভাগীয় অফিসে গতকাল ২১ সদস্যের নতুন কমিটির নামসহ প্রস্তাব জমা দিয়েছেন।

বর্তমানে বিদ্যমান কমিটির সমিতির সভাপতি মোজাম্মেল হক মজু বলেন, ‘কিন্তু কমিটির প্রস্তাব জমা দেওয়া মানেই তো তারা কমিটি পেয়ে যায়নি। ইউনিয়ন তাদের প্রস্তাব গ্রহণ ও তাদের অবস্থান পরিষ্কার না করার আগে তারা কীভাবে মার্কেট দখল করতে আসে!’

ঢাকা ট্রেড সেন্টারের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ বলেন, ‘গত আগস্টের পর মার্কেটের দোকান মালিক ব্যবসায়ীরা সাধারণ সভার মাধ্যমে মজু ভাইকে সভাপতি আমাকে সাধারণ সম্পাদক মনোনীত করেছে, যা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের ঢাকা বিভাগীয় অফিস অবগত আছে। কিন্তু ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী নিয়ে মার্কেট দখলের চেষ্টা করছেন।’

এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন খন্দকার আব্দুর রব। তার দাবি, ‘আওয়ামী শাসনামলে যারা জোরজবরদস্তি করে মার্কেটটি নিজেদের দখলে রেখেছিল, এখনো তারাই দখল করে আছে। আগের কমিটি ঠিক রেখে শুধু দুটি পদ রদবদল করে নিজেদের নতুন কমিটি দাবি করছে তারা।’

খন্দকার আব্দুর রব আরও বলেন, ‘আজ আমরা মার্কেট দখল করতে গেছি এটা পুরোপুরি মিথ্যা৷ আমরা ট্রেড ইউনিয়নে নতুন কমিটির ২১ জন সদস্যের নামসহ প্রস্তাব দিয়েছি। আজ মার্কেটে যাওয়ার কথা থাকলেও দখলকারীদের সঙ্গে সংঘর্ষ হতো, এমন আশঙ্কায় আমরা সেখানে যাইনি।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা