দেবীদ্বারে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ১৭:১১| আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৯:২৪
অ- অ+

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে আস সুন্নাহ ফাউন্ডেশন ও এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় দুজন শহীদ ও ২২ জন আহতদের মাঝে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এরআগে ১০ জন শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা ও আহতদের মাঝে ৬ লাখ টাকা অর্থ প্রদান করা হয়।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এমন কোনো নিহত ও আহত পরিবারের কেউ যেন অর্থ সহায়তা থেকে বাদ না পড়ে, তা নিয়ে আমরা কাজ করছি। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেবিদ্বারের ১২ জন শহীদ পরিবারকে ২৪ লাখ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহায়তা প্রদানের কার্যক্রম চলছে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মাহমুদুল হাসান জুবায়ের, ছাত্রআন্দোলনের স্থানীয় সমন্বয়ক মুক্তাদির যারিফ সিক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা