পরিত্যক্ত কাশিয়ানীর হাতিয়াড়া প্রাথমিক বিদ্যালয়, গাছতলায় ক্লাস 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:০৭| আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৭
অ- অ+

স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণা করায় গাছতলায় ক্লাস করছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, ১৯৯৭ সালে চারকক্ষ বিশিষ্ট স্কুল ভবনটি নির্মাণ করা হয়। অনেক পুরনো হওয়ায় ভবনের ছাদসহ দেয়ালের পলেস্তরা খসে পড়তে থাকে। এরই মধ্য দিয়ে চলে শিক্ষার্থীদের ক্লাস। এ বছর ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা ভবনটি ছেড়ে দিতে বলেন। ফলে গত তিন মাস ধরে গাছতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা। ক্লাসের উপযুক্ত পরিবেশ না থাকায় দিনদিন শিক্ষার্থী কমে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমান স্কুলটিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯১ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান চলছে। আর অন্য শ্রেণির ক্লাস পাশের একটি ছোট টিনের ঘরে করানো হচ্ছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লাকি সরকার, চন্দ্র বিশ্বাস বলে, ‘রোদ-বৃষ্টিতে আমরা গাছতলায় ক্লাস করছি। আমাদের অনেক কষ্ট হয়। দ্রুত আমাদের স্কুল ভবনটি নির্মাণের দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থীর অভিভাবক জীবন মৌলিক বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গাছতলায় অনেক কষ্টে ক্লাস করে। বৃষ্টি হলে স্কুলে পাঠাই না। দ্রুত ভবনটি নির্মাণ করা হলে তাদের দুর্ভোগ লাঘব হতো।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লী বিশ্বাস বলেন, ‘ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে গত তিন মাস ধরে শিক্ষার্থীদের গাছতলায় ক্লাস করাতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হলেও এখনো কাজ শুরু করেনি ঠিকাদার। এতে আমাদের বেশ সমস্যা হচ্ছে।’

কাশিয়ানী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা বলেন, ‘ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য গত সেপ্টেম্বর মাসে টেন্ডারও হয়েছে। শিগগিরই নতুন ভবন নির্মাণ কাজ শুরু করবে ঠিকাদার।’

(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা