স্পিনার ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামবে পাকিস্তান
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া সফরে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল। তবে তার আগে চমক দিয়ে পাকিস্তান। ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে স্পিন দিয়ে ঘায়েল করেছে পাকিস্তান। সাজিদ খান আর নোমান আলী শেষ দুই টেস্টে নিয়েছিলেন ৪০ উইকেটের ৩৯টি। অপর উইকেটটিও স্পিনারের।
সেই পাকিস্তান এবার অস্ট্রেলিয়া অভিযানে প্রথম ওয়ানডে খেলবে কোনো স্পিনার ছাড়া। আগামীকাল (সোমবার) মেলবোর্ন-এ তিন ম্যাচের সিরিজের প্রথমটির জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। সেই একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের অধিনায়ক হিসেবে অভিষেক হবে মোহাম্মদ রিজওয়ানের।
মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান মাঠে নামবে চার পেসার নিয়ে। তারা হলেন- শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানের নেতৃত্বে ছিলেন বাবর আজম। বিশ্বকাপে ভরাডুবির পর বাবর অধিনায়কত্ব ছাড়েন। এরপর ফের তাকে অধিনায়কত্ব দেয় পিসিবি, আবার কেড়েও নেয়। বাবর বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টেও। পাকিস্তানের কোচ আর নির্বাচকের পদেও এসেছে পরিবর্তন।
এতো এতো পরিবর্তনের পরও এক বছর পর পাকিস্তানের প্রথম ওয়ানডের একাদশে টিকে গেছেন বাবর। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের দলের সঙ্গে পরিবর্তন আছে পাঁচটি। ওপেনিংয়ে ফখর জামানের জায়গায় এসেছেন সাইম আইয়ুব। মিডল অর্ডারে জায়গা হারিয়েছেন সৌদ শাকিল। তার জায়গায় এসেছেন কামরান গুলাম। আর অভিষেক হবে মোহাম্মদ ইরফান খানের।
পাকিস্তানের একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), কামরান গুলাম, সালমান আগা, মোহাম্মদ ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
(ঢাকাটাইমস/ ০৩ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন