অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রকাশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:১৭
অ- অ+

অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালার খসড়া-২০২৪ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সকল জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের মতামত লিখিত আকারে দেওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহম্মদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের মতামত লিখিত আকারে আগামী ৭ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে প্রেরণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে একটি ই-মেইল ও whatsapp নাম্বার দেওয়া হয়েছে। সেখানেও নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠানো যাবে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন। সেখানে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন তিনি। ওই রোডম্যাপে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সুপ্রিম কোর্ট কর্তৃক একটি বদলি ও পদায়ন নীতিমালার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতির দিক-নির্দেশনা অনুসারে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্তৃক অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২৪ এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা