পদ্মা সেতু এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৯| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:২৮
অ- অ+

পদ্মা সেতু এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার আরোহীর। রবিবার রাত ৯টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনই যুবক। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার সময় সবাই মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব।

নিহতরা হলেন— শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজীকান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীকান্দি এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালিকান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের পথে মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলে থাকা চার যুবক ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। যতদূর জানতে পেরেছি মোটরসাইকেল দুটির অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ,দলে ফিরলেন খালেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা