হৃদরোগে মারা গেলেন উপজেলা কৃষক দল নেতা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:২২| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৩৬
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শিশির আলম (৪৫) হৃদরোগে মারা গেছেন।

সোমবার সকালে সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেন উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাসির উদ্দীন।

মৃত শিশির আলম উপজেলার যাত্রাপুর গ্রামের জহির উদ্দিনের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে বুকের ব্যথা দেখা দিলে সোমবার সকালেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভর্তির প্রক্রিয়া করতে না করতেই তিনি মারা যান। এ মৃত্যুর খবরে গ্রামের বাড়ি যাত্রাপুরে শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুতে এসএসসি ৯৫ ব্যাচ ও উপজেলা কৃষক দলসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা