জন্মদিনে পুরনো বদঅভ্যাস ছাড়লেন শাহরুখ খান

তিনি বলিউডের কিং, বাদশাহ, কিং অব রোমান্স। ঠিকই ধরেছেন, শাহরুখ খানের কথাই বলছি। রবিবার (৩ নভেম্বর) ছিল ভারতীয় এই মেগাস্টারের ৫৯তম জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদেরকে সাক্ষী রেখে একটি বদঅভ্যাস ছেড়ে দেওয়ার ঘোষণা দেন অভিনেতা।
কী সেই বদঅভ্যাস?
শাহরুখ খান একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, একসময় তিনি সারাদিন ব্ল্যাক কফি, কাবাব আর ধূমপানে মত্ত ছিলেন। সে সময় দিনে ১০০টি সিগারেটও নাকি খেয়েছেন। তবে কয়েক বছরে তা একেবারেই কমিয়ে দেন। জন্মদিনে সে অভ্যাস একেবারেই ছাড়ার ঘোষণা দিলেন।
ইন্ডিয়ান টুডের প্রতিবেদন বলছে, জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানিয়েছেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’
অভিনেতা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায় একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’
এদিকে বিগত বছরগুলোর মতো রবিবারও শাহরুখের জন্মদিন উপলক্ষে তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেছিল লাখো ভক্ত-সমর্থক। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! কিন্তু এদিন ভক্তদের হতাশ করেন কিং খান।
ইন্ডিয়া টুডের খবর, এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন শাহরুখ খান। বাড়ির বেলকনিতে এসে হাত নাড়েননি বা চুমু ছোড়েননি ভক্তদের উদ্দেশে। বরং এদিন তিনি পৌঁছে যান মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। সেখানে ফান ক্লাবের সদস্যদের সঙ্গে জন্মদিন কাটান বাদশাহ।
সেই অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি টনিকের মতো কাজ করে ফান ক্লাবের সদস্যদের জন্য। সেখানে নাচতেও দেখা যায় কিং খানকে। তবে মান্নাতের সামনে শনিবার রাত থেকে রবিবার সারাদিন অপেক্ষারত ভক্তদের হৃদয় একেবারে খান-খান! স্বপ্নের নায়কের দর্শন পাননি তারা।
(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন