সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলন: রাজধানীতে তীব্র যানজট
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে নগরের অধিকাংশ সড়কই তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে মেট্রোরেলেও।
উলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে এদিন ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন সারাদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি আরও বাড়তে থাকে। যার কারণে বেলা বাড়ার সঙ্গে বাড়ে পুরো রাজধানীর যানজটও, বেলা ১১টার পর যা তীব্র আকার ধারণ করে।
দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে কারওয়ান বাজার, সাইন্সল্যাব, মৎস্য ভবন যাওয়ার সড়কগুলো একেবারেই স্থবির হয়ে থাকতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর প্রবেশ পথ যাত্রাবাড়ি, বাণিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান, আজিমপুর, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, তেঁজগাও সড়ক গাড়িতে ঠাঁসা। এছাড়া এদিন সকাল থেকেই মেট্রোরেলেও ছিল সম্মেলনে আসা ব্যক্তিদের ভিড়। এতে করে মেট্রোরেলে বাড়তি চাপ পড়ে।
উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। এরই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা।
(ঢাকাটাইমস/৫নভেম্বর/এলএম/এফএ)
মন্তব্য করুন