আমিরাতে কাল শুরু বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ, এখনও দেশে আটকা নাসুম ও রানা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৫৪
অ- অ+

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ইতোমধ্যেই স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন পৌঁছেছে আরব আমিরাতে, তবে দুইজন আটকা পড়েছেন ভিসা জটিলতায়।

আগামীকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে, তবে পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদের আমিরাত যাত্রা এখনও স্থবির রয়েছে। মূলত ভিসা জটিলতার কারণে তারা আমিরাতের বিমান ধরতে পারেননি। এমনকি রানা-নাসমুদের ভিসা কার্যক্রম কখন সম্পন্ন হবে সেটা জানা যায়নি বিসিবি পক্ষ থেকে। জানা গেছে, আজই সেই কার্যক্রম শেষে উড়াল দেবেন তারা।

আফগানদের চাওয়াতেই নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের মাটিতে হবে এই সিরিজের ম্যাচগুলো। যার জন্য গতকাল সন্ধ্যায় শেষভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সকল কোচিং স্টাফও পৌঁছে গেছেন আরব আমিরাতে।

আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। আজ রাতে নাসুম-রানার বিমানে চড়লেও সিরিজের প্রথম ম্যাচে তাদের খেলা অনেকটাই অনিশ্চিত। সাধারণত ভ্রমণক্লান্তির জন্য চাইলেও তাদের প্রথম ম্যাচে নিতে চাইবে না টাইগার টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

(ঢাকাটাইমস/ ০৫ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা