বগুড়ায় জমি নিয়ে বিরোধ, মারপিটে কৃষকের মৃত্যু  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৯:৫৯
অ- অ+

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মারপিটে মুকুল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে এদিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামের বাছেদ মিয়ার ছেলে।

আহতরা হলেন, ওসমান গনি (৫০), মেঘা মন্ডল (৩২) সবুজ মন্ডল (৫৮) আবেদা বেগম (৫৫) মামুনুর রশিদ (৪৫) আয়ান আলী (২৮), সুমন ইসলাম (২৯)। তারা প্রত্যেকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গড়েরবাড়ি গ্রামে মুকুল হোসেনের সাথে আট শতক জমি নিয়ে একই গ্রামের আনোয়ারুল মাস্টারের বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ন জমিতে মঙ্গলবার সকালে মুকুল হোসেন দখল নিতে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে মুকুল হোসেনসহ উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে মুকুল হোসেন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন মেঘা মন্ডল ও সবুজ মন্ডলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছে। মুকুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
পাংশায় কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা