আ.লীগের ৪০ জনের নামে বিস্ফোরক মামলা, গ্রেপ্তার ৩

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ২০:৪০
অ- অ+

নওগাঁর বদলগাছীতে ককটেল বিস্ফোরণ উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ দলটির সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ( নভেম্বর) বিকেলে মুঠোফোনে ঘটনার নিশ্চিত করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ শাহ্জাহান আলী।

এর আগে সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করেন।

বিএনপির একাধিক নেতাকর্মী স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে আসা দুটি মাইক্রোবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেল নিক্ষেপ এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে জানান তারা।

ওসি শাহ্জাহান আলী বলেন, সোমবার উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার নভেম্বর সকালে বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

ওসি আরও বলেন, ‘সেই মামলার পরিপ্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী, হাকিম ইদ্দিসকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই উপজেলা আওয়ামী লীগের সাথে সক্রিয়। আসামিদের দুপুরের পর আদালতে সোপর্দ করা হয় বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজনের বিষপান
এনবিআর সংস্কার অধ্যাদেশ দুই মাসের জন্য স্থগিত, আন্দোলনও স্থগিতের ইঙ্গিত  
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে পাবে: প্রত্যাশা তারেক রহমানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা