সব মামলায় খালাস ‘শিশুবক্তা’ মাদানী
রাজধানীর মতিঝিল, তেজগাঁও, পল্টন ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া পৃথক চারটি মামলাতেই খালাস পেলেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী। ফলে তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান রইল না।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মাদানীকে মামলাগুলো খালাসের আদেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম ও শিশুবক্তার আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলে রাব্বী বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় মাদানীর বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। মামলাগুলো প্রমাণিত না হওয়ায় আজ আদালত তাকে সবকটি মামলা থেকে খালাস দিয়েছেন।’
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ জানুয়ারি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় শিশুবক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এরপর গত ১ মার্চ ওই মামলার বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেন আদালত। ওই সময় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
বাসন থানার উপপরিদর্শক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। ওই বছরের ১১ এপ্রিল টেকনাগপাড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানো, হুমকি দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, অপমাননাকর তথ্য প্রকাশ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়।
র্যাব সদস্যরা ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে। একই আদালত রফিকুলের বিরুদ্ধে মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন করেন।
অবশেষে চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী।
(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন