আফগানদের বিপক্ষে হারের পর মুশফিককে নিয়ে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:৪২
অ- অ+

হারের বৃত্ত যেনো কোনো ভাবেই ভাঙতে পারছে না বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হওয়ার নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ছিল সবার। তবে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের হারের দিনে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বিস্ময়ের জন্ম দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবাক করেছে মুশফিকুর রহিমের ব্যাটিং পজিশনও। এদিন সাত নম্বরে নেমে মাত্র ৩ বল খেলে ১ রান করেই আল্লাহ মোহাম্মদ গজনফরের বলে স্টাম্পিং হয়ে গেছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। এদিন দলের যা অবস্থা ছিল তাতে আরও আগেই ব্যাটিংয়ে নামার কথা মুশফিকের। কিন্তু এতো নিচে তাকে ব্যাটিং করতে নামানোয় অনেক ধরণের গুঞ্জনও ডালপালা মেলা শুরু করেছিল। অবশেষে যা জানা গেছে, তাতে দ্বিতীয় ওয়ানডের আগে দুশ্চিন্তা আরও বাড়ছে বাংলাদেশের।

জানা গেছে মুশফিক সাত নম্বরে ব্যাট করতে নেমেছেন বাধ্য হয়ে। চোট পাওয়াতেই ব্যাটিং অর্ডারে এই অবনতি। আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন এই উইকেটকিপার। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে তারপর ব্যাটিংয়ে নেমেছিলেন। ব্যাটিং অর্ডার পিছিয়ে নিয়ে সময়টা কাজে লাগিয়েছেন ব্যথা কমাতে।

তবে আরও বড় দুঃসংবাদ হচ্ছে, আঙুলের এই চোটের কারণে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডে খেলা হচ্ছে না মুশফিকের। দলীয় সূত্রের বরাত দিয়ে এমন খবরই প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

মুশফিকের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। গতকাল রাতেই তার আঙুলের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তার আঙুলে চিড় বা ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে আজ আরও পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। এরপরেই জানা যাবে ১১ নভেম্বর শেষ ওয়ানডেতে এই উইকেটকিপার খেলতে পারবেন কিনা।

এর আগে পাকিস্তান সফরেও কাঁধে চোট পেয়েছিলেন মুশফিক। চোট পুরোপুরি না সারায় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন বিশেষ ব্যবস্থায়। চোট বাড়ার ঝুঁকি থাকায় এই দুই সিরিজে ব্যাটিং ও ফিল্ডিংয়ে বেশকিছু বিধিনিষেধ মেনে খেলতে হয়েছে তাকে।

২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর গতকালই প্রথম সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় চার-পাঁচেই ব্যাট করেছেন তিনি। তবে গত এক-দেড় বছর ধরেই ছয়ে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছিল মুশফিককে।

(ঢাকাটাইমস/ ০৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা