চ্যাম্পিয়ন্স লিগ: অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে পিএসজির হার

চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছে না ফরাসি জায়ান্ট পিএসজির। একের পর এক ম্যাচে হারের তিক্ত স্বাদ পাচ্ছে মেসি-নেইমারের সাবেক এই ক্লাবটি। আর্সেনালের বিপক্ষে হেরে পিএসভির বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল তারা।
এবার বুধবার (৬ নভেম্বর) তারা হারল অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে পিএসজি। অ্যাতলেটিকোর দুটি গোলই করেছেন আর্জেন্টিনার নাহুয়েল মলিনা ও অ্যাঞ্জেল কোরেয়া। পিএসজির একমাত্র গোলটি জাইরে এমেরির।
প্যারিসে অ্যাতলেটিকোর ভুলে ১৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। জাইরে এমেরির করা গোলে অ্যাসিস্ট করেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। ৪ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি তারা। সিমিওনের বাড়ানো বল বাধা পেয়ে মলিনার সামনে পড়ে যায়। আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা।
৬৭ মিনিটে স্বদেশি হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নেমেছিলেন কোরেয়া। যোগ করা সময়ে গ্রিজম্যানের দূরপাল্লার শটে বল পেয়ে বক্সে ঢুকেন তিনি। এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে পরাস্ত করেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে।
এ হারের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫ নম্বরে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো আছে দুই ধাপ উপরে।
দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে ফেইনর্ডকে ৩-১ গোলে আরবি সালসবুর্গ, স্পার্টা প্রাহাকে ২-১ গোলে ব্রেস্ট, স্টুটগার্টকে ২-০ গোলে আটালান্টা হারিয়েছে।
(ঢাকাটাইমস/ ০৫ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন