চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিলিস্তিনের মুক্তি দাবি জানাল পিএসজি সমর্থকরা

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৬ নভেম্বর) ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পিএসজি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের সমর্থনে বিশাল ব্যানার উন্মোচন করে পিএসজির এক দল সমর্থক। বিষয়টি একদমই ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকিই যেন দিলেন তিনি।
অ্যাতলেটিকোর বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে যায় পিএসজি। ১৪ মিনিটে জায়েরে-এমেরির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু চার মিনিট পরেই নাহুয়েল মলিনা সমতা ফেরান। এরপর ম্যাচের যোগ করা সময়ে অ্যানহেল কোরেয়া গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী অ্যাতলেটিকো।
পিএসজি ঘরের মাঠে ম্যাচ হেরে গেলেও সমর্থকদের কারণে এখন আলোচনায়। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির কিক-অফের আগে পিএসজির সমর্থকরা দৈত্যাকৃতির একটি পতাকা নিয়ে গ্যালারিতে হাজির হন। যে ফ্ল্যাগে ফিলিস্তিনের সমর্থনে লেখা ছিল 'ফ্রি প্যালেস্টাইন'। উয়েফা নেশন্স লিগে ইসরাইলের বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আটদিন আগে এই ঘটনা ঘটালেন ফরাসি লিগের চ্যাম্পিয়ন দলটির সমর্থকরা।
সেই পতাকার নিচের দিকে লেখা ছিল, '(খেলার) মাঠে যুদ্ধ হোক, কিন্তু বিশ্বে শান্তি বিরাজ করুক।'
এদিন ম্যাচ চলাকালীন তারা আরও একটি বার্তা লেখা ব্যানার মেলে ধরেন। যেখানে লেখা ছিল, 'গাজার একটি শিশুর জীবন কি অন্য শিশুর চেয়ে কম মূল্যবান?'
পিএসজি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, তারা সমর্থকদের এমন বার্তা প্রদানের পরিকল্পনার ব্যাপারে অবগত ছিলেন না। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, 'প্যারিস সেন্ট জার্মেই ফের ব্যক্ত করছে যে,পার্ক দ্য প্রিন্সেস (নীতিমালার ব্যাপারে) আছে... এবং অবশ্যই থাকবে...ফুটবলের প্রতি আবেগপূর্ণ এবং যোগাযোগের স্থান এবং স্পষ্টভাবে স্টেডিয়ামে এমন বার্তার বিরোধিতা করে যা কোনো ধরনের রাজনৈতিক প্রকৃতি ধারণ করে।'
গত বছর স্কটিশ ক্লাব সেল্টিকের সমর্থকরা চ্যাম্পিয়ন্স লিগের খেলা চলাকালীন ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ১৭,৫০০ ইউরো জরিমানা গুনেছিল।
ইসরাইলের হানাদার আর্মি ২০২৩ এর ৭ অক্টোবরের পর গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ লাখের বেশি মানুষ আহত হয়েছেন। এই সংখ্যাটি অবরুদ্ধ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবীকৃত। (ঢাকাটাইমস/ ০৬ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন