বাউফলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৯:০৩| আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৯:০৪
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মো. ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪)। তারা উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের কবির হোসেন সিকদারের ছেলে।

মৃত শিশুদের বাবা জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবুবকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় দুই ছেলেকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকরকে একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
পাকিস্তান পৌঁছেছে ১০ জনের বাংলাদেশ দল, বাকিরা যাবেন কবে?
চানখাঁরপুলে ছয়জনকে হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা