নিজের উৎপাদিত বীজ দিয়ে পাট আবাদে লাভবান

পাট উৎপাদনে সুখ্যাত ফরিদপুরের সালথা উপজেলায় প্রতি বছর ১২ হাজার থেকে ১৩ হাজার হেক্টর জমিতে চাষ হয় এই সোনালি আঁশ। এখানকার কৃষকরা ভারতীয় বিভিন্ন জাতের পাটের বীজ বপন করে থাকেন। তবে গত চার বছর ধরে কৃষক মুক্তার মোল্যা নিজের উৎপাদিত দেশীয় বীজ দিয়ে পাট আবাদ করে আসছেন। লাভবানও হচ্ছেন তিনি।
তার এই সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন, জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হন তিনি। এরই ধারাবাহিকতায় এবারও তিনি ৪০ শতাংশ জমিতে আবাদ করছেন বীজ উৎপাদনে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তার দেশীয় পাটের বীজ উৎপাদনের বিষয় নিয়ে কথা হয় কৃষি উদ্যোক্তা মো. মুক্তার মোল্যার সঙ্গে। তিনি বলেন, ‘আমি গত চার বছর ধরে সবুজ সোনা-৯ নামে বীজ উৎপাদন করে আসছি। গত বছর ৫০ শতাংশ জমিতে পাটের বীজ আবাদ করেছিলাম। এতে আমার খরচ হয়েছিল ১০ হাজার টাকার মতো। ওই জমি থেকে আমি ২০০ কেজির মতো বীজ পেয়েছিলাম।’
নিজের উৎপাদিত সেই বীজ দিয়ে গত বছর ১৪ বিঘা জমিতে পাট আবাদ করেন মুক্তার মোল্যা। এ থেকে তার লাভালাভের বিষয়ে বলেন, ‘১৪ বিঘা জমিতে আমার ১৪ কেজি বীজ লেগেছিল। আমার উৎপাদিত একটা বীজও নষ্ট হয়নি। প্রতিটা বীজ থেকে চারা জন্ম হয়েছে। ফলনও হয়েছে ভালো। বাকি ১৮৬ কেজি বীজ বিক্রি করে ১৮ হাজার ৬০০ টাকা আয় করেছি। তাতে আমার নিজের ১৪ বিঘা জমির প্রয়োজন মিটিয়েও ৮ হাজার টাকা লাভ হয়েছে।’
প্রতি বিঘায় ভারতীয় পাট বীজের চেয়ে অর্ধেক লাগে তার উৎপাদিত বীজ- এমনটাই জানান মুক্তার মোল্যা। এই কৃষক জানান, প্রতি বিঘা জমিতে দুই কেজি করে ভারতীয় বীজ লাগে। আবার অনেক বীজ নষ্টও হয়ে যায়। কিন্তু আমার উৎপাদিত ১ কেজি বীজ দিয়ে এক বিঘা জমিতে পাট আবাদ করা যায়। ফলনও ভারতীয় বীজের চেয়ে ভালো হয়।’
মুক্তার মোল্যা বলেন, ‘এবার আমি ৪০ শতাংশ জমিতে পাটের বীজ আবাদ করেছি। ইতিমধ্যে পাটের গাছ থেকে ফুল আসতে শুরু করেছে। আশা করি, ওই ৪০ শতাংশ জমি থেকে এবারও ১৫০ থেকে ১৬০ কেজি বীজ পাব। আমার মতো অন্য কৃষকরা নিজে বীজ উৎপাদন করে পাটের আবাদ করলে তারাও লাভবান হবেন মনে করি।’
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন সিকদার বলেন, ‘পাট গবেষণা থেকে বীজ এনে কৃষক মুক্তার মোল্যা পাটের বীজ উৎপাদন করছেন। ইতিমধ্যে এই বীজের জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। কৃষকরা যদি নিজেরা বীজ উৎপাদন করে তবে তাদের খরচ অনেটা কমবে।’ মুক্তার মোল্যার মতো অন্য কৃষকরা পাটের বীজ উৎপাদনে এগিয়ে এলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/মোআ)

মন্তব্য করুন