গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:২৯| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৫৪
অ- অ+

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। তিনি বালু ব্যবসা করতেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া কাশিয়ানী থানা সূত্রে জানা গেছে, রাসেলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় চাঁদাবাজি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী গাড়িবহর নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকালে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেন। এতে এসএম জিলানীসহ ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এ ঘটনায় নিহত হন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্লেখ ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব খাবার
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা