শিবচরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিষধর সাপের কামড়ে খাদিজা ইসলাম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা হোগলারমাঠ বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, খাদিজা ইসলাম রাতে টয়লেটে যান। টয়লেটে লাইট জ্বালানোর সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। এসময় খাদিজার চিৎকারে পরিবারের লোকজন এসে দেখেন সাপটি পালিয়ে যাচ্ছে। পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝাকে দিয়ে প্রায় ২০ মিনিট বিষ নামানোর চেষ্টা করেন। পরবর্তীতে অবস্থা অবনতি দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে অফিসার ডা. আজিজুল হক খান জানান, ‘রাত ১১টায় আমাদের কাছে খাদিজা নামে সাপে কাটা রোগী আসেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজে)

মন্তব্য করুন