ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী আফরোজা হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
অ- অ+

না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন। রবিবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জরায়ুমুখ ক্যানসারে ভুগছিলেন।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন আরেক সুপরিচিত অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

আফরোজা হোসেনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে লিখেছেন মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।

২০০৮ সালে অভিনয় শুরু করেন আফরোজা হোসেন। অনন্য মামুনের ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে ২০১৩ সালে শুধু নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা