ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী আফরোজা হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
অ- অ+

না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন। রবিবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জরায়ুমুখ ক্যানসারে ভুগছিলেন।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন আরেক সুপরিচিত অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

আফরোজা হোসেনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে লিখেছেন মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।

২০০৮ সালে অভিনয় শুরু করেন আফরোজা হোসেন। অনন্য মামুনের ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে ২০১৩ সালে শুধু নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা