আলফাডাঙ্গায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৪
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় আবু হাসান নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে আলফাডাঙ্গা পৌর সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালী থানায় পাঠানো হয়।

রবিবার বিকালে তাকে ফরিদপুর কোতোয়ালী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার হয়।

গ্রেপ্তার আবু হাসান উপজেলার পৌরসভার শ্রীরামপুর গ্রামের মালেক মোল্যার ছেলে এবং তিনি উপজেলার বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ফরিদপুর কোতোয়ালী থানার দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তাকে ফরিদপুর কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার মাবুদপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে গত ১০ অক্টোবর ফরিদপুর কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৫ জন ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফরিদপুর সদরের বাসিন্দা মুজাহিদুল ইসলামের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু হাসানকে শনিবার রাতে আলফাডাঙ্গা থানা এলাকা থেকে আটক করা হয়। (ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা