ভারতে পালানোর সময় বেনাপোলে আ.লীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ২০:৪৪
অ- অ+

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলফাজ উদ্দিনকে (৫৭) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার নম্বর ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকেই গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি ইমিগ্রেশনের ডেস্কে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।

আটক আলফাজ উদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে কলারোয়ার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা