শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় যাচ্ছেন জবি উপাচার্যসহ ২ শিক্ষার্থী

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৩:১৫| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৪:০৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলমান পাঁচ দফা আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, ১২ ব্যাচের তৌসিফ মাহমুদ সোহান ও ১৩ ব্যাচের এ কে এম রাকিব।

মঙ্গলবার দুপুর ১২টাযর পর শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করাসহ শিক্ষার্থীদের ৫ দফা দাবি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।

৫ দফা আন্দোলনে সোমবার দুপুরে একটি গণপদযাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করতে চাইলে সচিব তাদের সঙ্গে দেখা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। প্রায় ৫ ঘণ্টা সচিবালয় ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সিদ্ধান্ত হয়, পরবর্তী কার্যদিবস অর্থাৎ আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও দুই শিক্ষার্থী।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া দুই শিক্ষার্থী তৌসিফ মাহমুদ সোহান ও এ কে এম রাকিবকে উপাচার্যের সঙ্গে শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়ার জন্য নির্বাচন করেন।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের দেড় যুগে সরকারি ব্যয়ের ৪০ শতাংশ লুটপাট: শ্বেতপত্র প্রকাশ
টানা চার হারে কোণঠাসা ম্যানসিটি, উড়ছে লিভারপুল
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা