মাদারীপুরে ট্রাকচাপায় আহত দুই বন্ধুর একজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৯| আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৩:১০
অ- অ+

মাদারীপুরে ট্রাকের চাপায় আহত দুই মোটরসাইকেল আরোহী বন্ধুর একজন মারা গেছেন। নাম অন্তর মোল্লা (২২)। মঙ্গলবার দিনগত রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত অন্তর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে পূর্বরাস্তি এলাকার বাবুল মোল্লার ছেলে। আহত অপর যুবক শিশির চৌধুরী (২৪) শহরের পুরানবজার কাটপট্টি ব্রীজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকার ছিদ্দিক চৌধুরীর ছেলে।

জানা যায়, সোমবার রাতে শহরের আছমত আলী খান সেতু সড়কে একটি মোটরসাইকেল নিয়ে অন্তর ও শিশির ঘুরতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে অন্তরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে মঙ্গলবার রাত ১২টায় তার মৃত্যু হয়।

অন্যদিকে দুর্ঘটনায় আহত শিশিরের হাত ও চারটি দাত ভেঙে যায়। তাকে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

এদিকে স্থানীয় থানার রিপোর্ট অথবা ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ দেয়নি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। রিপোর্ট সংগ্রহে নিহতের বাবা বাবুল মোল্লা গভীর রাতে মাদারীপুর সদর থানায় গেলে পুলিশ জানায়, এ বিষয়ে তারা অবগত নন। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরবর্তী রিপোর্ট দিতে পারবেন তারা।

অন্তরের পরিবারের দাবি, মরদেহের যেন ময়নাতদন্ত না করা হয়। এজন্য তারা মাদারীপুর পুলিশের কাছে সহায়তা চেয়েছেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে মরদেহ ঢাকা মেডিকেলে থাকায় বিষয়টি ওখানকার স্থানীয় থানার এখতিয়ারভুক্ত।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় কয়েল কারখানায় জরিমানা 
সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলে কল্যাণ বয়ে আনবে: প্রধান উপদেষ্টা
পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
আমিনুল হকের সঙ্গে উত্তরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা