কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৫১
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ১৩ রাউন্ড গুলিসহ সুমন (২৬) ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানার পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ১৩ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। আটক দুই ভাই দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মন্ডলের ছেলে সুমন চারু মন্ডলের ছেলে ছোটন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর তাদের আটকের ঘটনাটি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ দুই যুবককে হোসেনাবাদ কৈপাল এলাকাতে আটক করা হয়। এরা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, অস্ত্র গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
জ্যামাইকা টেস্ট: ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা