অতিরিক্ত পুলিশ সুপার আলেপ গ্রেপ্তার, রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৫| আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৪০
অ- অ+

সদ্য বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহম্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

একইদিন তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বরিশাল রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়। অনুমতি পাওয়ার পরেই তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় রিমান্ড চেয়ে আজ আলেপকে আদালতে তোলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তাকে গত ৮ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছিল। এরপর গেল সপ্তাহে আলেপকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলো।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা