পরিবর্তন হলো দেশের তিন স্টেডিয়ামের নাম, নতুন নাম জানুন

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সেক্টরের মতো পরিবর্তন শুরু হয়েছে ক্রীড়াঙ্গনেও। শেখ পরিবারসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর নামে থাকা স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা আগেই দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই ঘোষণা অনুযায়ী দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন তিনি। সেগুলোর নাম বদলে বুয়েট শাখা ছাত্রলীগের নির্যাতনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হওয়া শহীদদের নামে রাখা হয়েছে।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
নতুন যে নাম হলো স্টেডিয়ামগুলোর—
তিন স্টেডিয়ামের প্রথমেই রয়েছে কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়াম। যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। আর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম করা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ, ঢাকা। যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।
নতুন নামকরণ করা তিন শহীদের মাঝে দুজনের মৃত্যু হয়েছিল জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ে। এছাড়া আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই ছাত্রকে ফেসবুক স্ট্যাটাসের জেরে পিটিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসএস/ইএস/এমআর)

মন্তব্য করুন