ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৮:৪০
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল্লাহকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে চতুর্থ জানাজা শেষে বেনাপোল পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে আব্দুল্লাহকে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. রাজিব হাসান।

এরআগে আবদুল্লাহ ছাত্র-জনতার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান। মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বাবের ছেলে।

এদিকে, আব্দুল্লাহর মৃত্যুর খবরে বৃহস্পতিবার বেনাপোল বন্দর পরিদর্শনে আসা অন্তর্বর্তীকালীন সরকারের নৌ, পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন।

এ সময় বেনাপোল পৌরসভার পক্ষ থেকে নিহত আবদুল্লাহর পরিবারকে ২৫ হাজার ও জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয়। এছাড়াও বিভিন্নভাবে তাদের সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা। (ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীদিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে অতীতের মত সোচ্চার থাকতে হবে: নয়ন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন: মুন্না
অভিমানী পদত্যাগ করলে হারবে দেশ, জিতবে ভারত: রাশেদ প্রধান 
জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা