বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ২০:৫০
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হামলা-ভাঙচুরের অভিযোগে নাশকতার আশঙ্কায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিনজন ও হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গ্রেপ্তারকৃতদের দিনাজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মুকুন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহ-সম্পাদক এবং মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক জাকিরুল ইসলাম ও পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ৯ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে সাইফুল ইসলাম, সাজেদুর রহমান ও জাকিরুল ইসলাম এবং কাটলায় রশিদুল ইসলামকে হত্যা মামলায় এজাহার নামীয় আসামি মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা