বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হামলা-ভাঙচুরের অভিযোগে নাশকতার আশঙ্কায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিনজন ও হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গ্রেপ্তারকৃতদের দিনাজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মুকুন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহ-সম্পাদক এবং মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক জাকিরুল ইসলাম ও পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ৯ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে সাইফুল ইসলাম, সাজেদুর রহমান ও জাকিরুল ইসলাম এবং কাটলায় রশিদুল ইসলামকে হত্যা মামলায় এজাহার নামীয় আসামি মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

মন্তব্য করুন