একনেক বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৪:৩৮| আপডেট : ২৪ মে ২০২৫, ১৫:২৬
অ- অ+
শনিবার রাজধানীর আগারগাঁও এনইসি সভাকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের রুদ্ধদ্বার বৈঠক চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এ অনির্ধারিত বৈঠক শুরু হয়।

একনেক সভা শেষে সাধারণত সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি চলমান বহু বছর ধরে। কিন্তু আজ ব্রিফিং বাতিল করেন পরিকল্পনা উপদেষ্টা। এরপরই উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক শুরু হয়। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি।

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “আজ একনেক সভা পরবর্তী ব্রিফিং হবে না। একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভাকক্ষে। আপনাদের একনেক সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে।”

গত দুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গেল বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন।

বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও গোয়াফেস্ট-এ মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতলো এশিয়াটিক মাইন্ডশেয়ার
স্ট্যান্ডার্ড ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সিটি ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আশানুর রহমান 
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা