ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে তাছমিয়া আক্তার (৩) ও তারা নূর (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো তাছমিয়া আক্তার উপজেলার কুন্ডার এলাকার মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। নূর তার খালার বাড়ি কুন্ডা গ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসেছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড় খেলা করছিল ওই দুই শিশু। তাছমিয়ার মা পুকুর পাড়ে কাজ করছিলেন। কিছুক্ষণ পর তাদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয়। এরই মধ্যে পুকুরে তাদের লাশ ভেসে উঠে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২৪মে/এসএ)

মন্তব্য করুন