তিতুমীর কলেজ: বাইরে পুলিশ ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩০| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৪১
অ- অ+

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন কর্মসূচি দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। পাশাপাশি ফের সড়ক অবরোধের ঘোষণা দিলেও পরে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা দ্বিতীয় দফায় করা সড়ক অবরোধ তুলে নেন।

নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন।

তিতুমীর কলেজের ভিতরে এবং বাইরে সকাল থেকে পুলিশের পড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের বাধার মুখে ক্যাম্পাস থেকে চলে যায় পুলিশ। পরে কলেজের সামনে অবস্থান নেয় পুলিশ।

কলেজে পুলিশ আসার কারণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ৩০ মিনিটে তারা এই বিক্ষোভ করেন। এখন তারা কলেজের প্রধান গেটে অবস্থান করছেন। আর গেটের বাইরে অবস্থান করছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনের প্রতি আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
এক ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা