সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ গ্রুপে’র তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ২২:২২| আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:৪৬
অ- অ+

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটকেন্দ্রিক চাঁদাবাজ গ্রুপের অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত আটটার দিকে রাজধানীর ফার্মভিউ সুপার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মালেক খান, শামীম আহমেদ ও নুরুন ইসলাম আকন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যবসায়ীর করা মামলায় আজ রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের তিনজনকে আদালতে পাঠানো হবে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, গত ১০ নভেম্বর রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সাতজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করেন। তিনি জিএমসি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার কোম্পানির একজন পরিচালক। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ২০ জুলাই ফার্মভিউ সুপার মার্কেটের ভেতরে আসামিরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই বছরের ৮ আগস্ট ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসামিদের কাছে তিনি নগদ ১ লাখ টাকা ও সাড়ে ১০ লাখ টাকার চেক দেন। আসামিরা তার প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। তারা প্রভাবশালীদের ব্যবহার করে বিভিন্ন সময়ে তাকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।

ওসি আরও জানান, মামলার বাদী চাঁদাবাজি করার ফোন রেকর্ড পুলিশের কাছে দেন। ওই ফোন রেকর্ড তদন্ত করে নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় ফার্মভিউ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চাঁদাবাজ গ্রুপের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকাটাইমস/২০নভেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা