মির্জাপুরে ৩ দিনব্যাপী তাফসির মাহফিল শুরু বুধবার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৩২| আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৫০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ২৩তম তাফসিরুল কোরআন মাহফিল শুরু হচ্ছে। ২৮, ২৯ ও ৩০ নভেম্বর উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিল চলবে। ২৮ নভেম্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, ২৯ নভেম্বর আল্লামা হাসান জামিল ও ৩০ নভেম্বর মুফতি আব্দুল মান্নান উসমানী প্রধান বক্তা হিবেসে ওয়াজ পেশ করবেন বলে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার সাধারণ মাওলানা সাজেদুল ইসলাম শামীম জানিয়েছেন।

তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে মাঠে ডেকোরেশনের কাজ থেকে প্রচার প্রচারণার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, ‘আমাদের সংগঠনের উদ্যোগে ২৩তম এ আয়োজনে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ছাড়াও প্রতি বছরের ন্যায় আশপাশের উপজেলার শত শত মুসল্লিও কোরআনের তাফসির শুনতে শরিক হবেন।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা