চেকপোস্টে মাদক কারবারির ব্যাগে মিলল সাড়ে ৯ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ২৩:৫৮
অ- অ+

রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সরোয়ার কামাল (২৭)।

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিশেষ চেকপোস্ট চলাকালে উত্তরা-পূর্ব থানা পুলিশ এই মাদক কারবারির ব্যাগ তল্লাশি করে মাদক উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

শনিবার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন বিকালে আব্দুল্লাহপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে বিকাল সাড়ে ৫ টার দিকে সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রঙের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
শ্রমিকরাও চাঁদাবাজদের জুলুমের শিকার: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা