বাংলাদেশের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন: উপাচার্য আমানুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:২৪| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৯
অ- অ+

বাংলাদেশের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্।

বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাতীমারা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ্ বলেন, মানবসম্পদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই টেকসই করা সম্ভব নয়।

সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীনের উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ এই দেশগুলোর মাথাপিছু আয় একসময় প্রায় কাছাকাছি ছিলো। শুধুমাত্র মানবসম্পদে বিনিয়োগ করে এ দেশগুলো আজকে বিশ্বের প্রথম সারির দেশে পরিণত হয়েছে।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার কাজে তিনি হাত দিয়েছেন, সেটি বাস্তবায়িত হলে পুরো বাংলাদেশের আর্থসামাজিক চিত্র আগামী এক দশকে পরিবর্তন হয়ে যাবে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা